২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত 'জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা'-র অংশ হিসেবে বিশিষ্ট যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী আঁকছেন ইতিহাসকে জীবন্ত করে তোলা দশটি পোস্টার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে এই শিল্পকর্মগুলো তৈরি করা হয়েছে মাসব্যাপী আয়োজনে অংশ হিসেবে। প্রতিটি পোস্টারে তিনি তুলে ধরছেন সেই সময়ের অনিবার্য বাস্তবতা ও আন্দোলনের আবেগময় মুহূর্ত।
আজ শুক্রবার (৪ জুলাই) প্রকাশিত হয়েছে এই সিরিজের চতুর্থ পোস্টার, যা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আপলোড করা হয়। ফেসবুক পোস্টে জানানো হয়েছে, “এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।” ধারাবাহিকভাবে প্রতিদিন একটি করে পোস্টার প্রকাশিত হচ্ছে, যা দর্শকদের আন্দোলনের ইতিহাসে নিয়ে যাচ্ছে নতুন চোখে।
দেবাশিস চক্রবর্তীর আঁকা প্রতিটি পোস্টার যেন একটি শক্তিশালী বার্তা বহন করছে—‘জুলাই শুধুই একটি মাস নয়, এটি একটি চেতনার নাম।’ তার এই অনন্য শিল্পকর্ম ইতিহাসপ্রেমী ও সাধারণ দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলেছে ইতোমধ্যেই। আগামী দিনগুলোতে আরও নতুন পোস্টার প্রকাশের অপেক্ষায় আছেন সবাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন