Choose Your Language

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

পরীক্ষার হলে দুর্বিষহ অভিজ্ঞতা: ছাত্রের হৃদয়বিদারক বর্ণনায় নেট দুনিয়া কাঁদছে

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ঘটে যাওয়া এক পরীক্ষার্থীর দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পটিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে ওই ছাত্র প্রথমে ভেজা শার্টের কারণে মারাত্মক পেট ব্যথায় ভোগেন। এরপর আরও বড় ধাক্কা আসে—পরীক্ষা চলাকালে স্যার অভিযোগ করেন, তিনি প্রশ্নপত্রে উত্তর লিখেছেন এবং এক্সপেল করার সিদ্ধান্ত নেন।

চরম মানসিক চাপে থাকা ওই পরীক্ষার্থীর দাবি, শিক্ষক যখন খাতা ও এডমিট কার্ড কেড়ে নিতে যান, তখন অসাবধানতাবশত তার রেজিস্ট্রেশন কার্ডটি ছিঁড়ে ফেলেন! শেষ পর্যন্ত আরেকজন স্যারের হস্তক্ষেপে বহিষ্কার থেকে রক্ষা পেলেও প্রায় ৩০ মিনিট খাতা আটকে রাখায় ছাত্রটি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার লেখাও এলোমেলো হয়ে যায় বলে জানান।

পোস্টের শেষদিকে ছাত্রটি হতাশা প্রকাশ করে লেখেন, “আমি নিশ্চিত এবার ফেল করবো। ব্যাংকার হওয়ার স্বপ্নটা বুঝি শেষ…”—এই বাক্যটি ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়। নেটিজেনরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও মানসিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের প্রতি অধিক সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বানও এসেছে বিভিন্ন মহল থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad