Choose Your Language

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ভুল নেই বললেই চলে? তিন শ্রেণির পাঠ্যপুস্তকে সংশোধনের নির্দেশ!

 



মাধ্যমিক স্তরের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে চিহ্নিত ভুলসমূহ সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ৩ জুলাই বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইগুলো আরও নির্ভুল করতে শিক্ষক পর্যায় থেকেই প্রস্তাব সংগ্রহ করা হবে। ``` 

 নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা পাঠ্যপুস্তকের ভুল চিহ্নিত করে পরিমার্জনের প্রস্তাব পাঠাবেন নির্ধারিত ছক ও নির্দেশনা অনুযায়ী। এসব প্রস্তাব আগামী ৭ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা `govt.sec2@moedu.gov.bd`-এ সফট কপি (NikoshBan ফন্টে, সাইজ ১২) ও হার্ড কপিসহ পাঠাতে হবে। ``` 

 ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কাছে এ তথ্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক পাঠ্যবই নিশ্চিতে এ উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। --- আপনার প্রয়োজনে চাইলে এই সংবাদটি পোস্টার, বিজ্ঞপ্তি বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট আকারেও সাজিয়ে দিতে পারি। জানাতে পারেন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad