এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সোমবার (৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ১০ জুলাইয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, এবং এ দিনেই ফল প্রকাশিত হবে বলেই আশা করা যাচ্ছে।”
প্রতিবছরের মতো এবারও পরীক্ষার পরবর্তী ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর লিখিত অংশ শেষ হয় ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে পর্যন্ত। সংশ্লিষ্ট বোর্ডগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে।
উল্লেখ্য, এবার সারাদেশে প্রায় ২০ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা বোর্ড সূত্র জানায়, নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে মোবাইল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে একযোগে ফলাফল জানা যাবে। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হতে পারে বলেও জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন