চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে সকাল ১১টা থেকে এবং এটি চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর কোটা প্রার্থীদের পাস নম্বর বৃদ্ধি ছাড়াও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। ভর্তি কমিটির সচিব এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার কোটা প্রার্থীদের পাস নম্বর ৪০-এ উন্নীত করা হয়েছে, যা গত বছর ছিল ৩৫।
ভর্তির যোগ্যতা
যেসব প্রার্থীরা বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভর্তির নির্দেশিকায় উল্লেখিত সংশ্লিষ্ট ইউনিট, উপ-ইউনিট, অনুষদ বা বিভাগে যোগ্যতা অর্জন করেছেন, তারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এর অর্থ হলো, চবি কর্তৃপক্ষ এবারও সেকেন্ড টাইম আবেদনকারীদের জন্য সুযোগ রেখেছে।
জিসিই (‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল) উত্তীর্ণ এবং সমমানের বিদেশি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে প্রযোজ্য। যেসব প্রার্থীরা ২০২১ বা ২০২২ সালে ‘ও’ লেভেল এবং ২০২৩ বা ২০২৪ সালে ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যাদের ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা রয়েছে, তারা সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।
এক্ষেত্রে সমতা নিরূপণ ফি হিসেবে ১,০০০ টাকা পরিশোধ করতে হবে এবং সমতা সনদ গ্রহণের প্রক্রিয়া ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি মধ্যে সম্পন্ন করতে হবে। সমতা নিরূপণের পর যোগ্য প্রার্থীদের নির্ধারিত আবেদন ফি প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া
ভর্তিচ্ছুদের নির্ধারিত সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd)-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা। এর সঙ্গে ১০০ টাকা প্রসেসিং ফি যোগ হয়ে প্রতি ইউনিটের জন্য মোট ১,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি ‘রকেট’ বা ‘বিকাশ’-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
নম্বর বণ্টন
প্রতি ইউনিট/উপ-ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। তবে ‘সি’ ইউনিটে প্রতি ১ নম্বরের ভুল প্রশ্নের জন্য ০.২৫ এবং প্রতি ২ নম্বরের ভুল প্রশ্নের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
২০২২ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বাইরে অন্য বছরের প্রার্থীদের জন্য (মোট নম্বর থেকে) ৩ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
কেন্দ্র নির্বাচন
এবারও ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) শহরে অনুষ্ঠিত হবে। তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। আবেদনকারীদের পছন্দ অনুযায়ী ৩টি কেন্দ্র নির্বাচন করতে হবে।
দ্বিতীয়বারের আবেদন সুযোগ
২০২১ সালের মাধ্যমিক এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করা হবে। গত বছর এই কর্তন ছিল ৫ নম্বর।
ইউনিটভিত্তিক তথ্য
এই শিক্ষাবর্ষে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ইউনিট এবং বি-১, বি-২, ডি-১ উপ-ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
- ‘এ’ ইউনিট: বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্স
- ‘বি’ ইউনিট: কলা ও মানববিদ্যা
- ‘সি’ ইউনিট: ব্যবসায়
- ‘ডি’ ইউনিট: সমাজবিজ্ঞান, আইন, ভূগোল
পরীক্ষার সময়সূচি
- ‘এ’ ইউনিট: ১ মার্চ
- ‘বি’ ইউনিট: ৮ মার্চ
- ‘সি’ ইউনিট: ১৫ মার্চ
- ‘ডি’ ইউনিট: ২২ মার্চ
আবেদন সংশোধনের সময়সীমা
অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী এবং সংশোধনের সুযোগ চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। কোনো তথ্য সংশোধনের জন্য ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে এবং এই প্রক্রিয়া ২৬ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন