Choose Your Language

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

রাবির ‘বি’ ইউনিটের দুই শাখার মানবণ্টনে পরিবর্তন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের বাণিজ্য ও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় শাখায় মানবণ্টনে কিছু পরিবর্তন আনা হয়েছে। এ বছর বাণিজ্য শাখায় ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন বিষয়ের উপর ১৫ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, যা গত বছর ছিল না। তাছাড়া, কিছু বিষয়ের নম্বরের পরিমাণেও পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।


‘বি’ ইউনিট মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলেও, অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বাণিজ্য এবং অ-বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর প্রশ্ন থাকবে।


এ বছর বাণিজ্য শাখায় বাংলা বিষয়ে ১০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যা গত বছর ছিল ১৫ নম্বর। ইংরেজি বিষয়ে পরীক্ষা হবে ২৫ নম্বরে, যা গতবছরের মতোই থাকবে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ওপর ২৫ নম্বর এবং হিসাববিজ্ঞানে ২৫ নম্বর পরীক্ষা হবে, গতবছর যেখানে ছিল যথাক্রমে ৩০ ও ৩০ নম্বর।


অ-বাণিজ্য গ্রুপের জন্য পরীক্ষা হবে নিম্নরূপ:
(ক) বাংলা - ১০ নম্বর (গত বছর ছিল ১৫),
(খ) ইংরেজি - ২৫ নম্বর,
(গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) - ৫০ নম্বর (যা গতবছরে ছিল ৪৫), এবং
(ঘ) আইসিটি - ১৫ নম্বর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad