খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রও ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের ভর্তি পরীক্ষার রোল নম্বর, সংশ্লিষ্ট কেন্দ্র, কক্ষ নম্বরসহ আসন বিন্যাস পরবর্তীতে প্রকাশ করা হবে।
এর আগে গত ১৪ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হয়। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীরা ৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু করেছিলেন। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে মোট ১৬টি বিভাগে ১,০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ বছর বৈধ আবেদনপত্রের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজী—এই চার বিষয়ের প্রাপ্ত গ্রেড পয়েন্টের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে। চার বছর পর এবার কুয়েট একক ভর্তি পরীক্ষা আয়োজন করছে, এর আগে চুয়েট ও রুয়েটের সঙ্গে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কুয়েট।
**ভর্তি পরীক্ষার তারিখ ও সময়**:
১১ জানুয়ারি (শনিবার) সকাল ৯:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত।
মুক্তহস্ত অংকন: ১২:৪৫ মিনিট থেকে ১:৪৫ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম তালিকা, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী এবং ভর্তির তারিখ ২৬ জানুয়ারি (রোববার) ঘোষণা করা হবে।
**ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে** যে, আর্কিটেকচারের কোর্স ৫ বছর মেয়াদী এবং অন্যান্য সকল কোর্স ৪ বছর মেয়াদী। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ক পাঠ্যসূচী এবং Functional English-এর ওপর ভিত্তি করে ৩ ঘণ্টাব্যাপী ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
বিআর্ক কোর্সে ভর্তিচ্ছু প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার পাশাপাশি ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য admission.kuet.ac.bd ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন