নকল করলে ৪ বছর পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় অসদুপায় হিসেবে ধরা পড়বে—মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, নকল কাগজ বহন ও তা থেকে লেখা, বেঞ্চ বা শরীরে উত্তর লিখে রাখা, পরীক্ষার হলে কথাবার্তা বলা, রোল নম্বর পরিবর্তন, অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, উত্তরপত্র পাচার কিংবা উত্তরপত্রে টাকা রাখা। এমনকি পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা ইনভিজিলেটরদের সাথে দুর্ব্যবহার, ভীতি প্রদর্শন, হল বা আসবাবপত্রে ভাঙচুর ও গোলযোগ সৃষ্টি করাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষায় জড়িত কোনো শিক্ষার্থীর অপরাধ উপরের তালিকাভুক্ত না হলেও, অপরাধের প্রকৃতি বিবেচনা করে পরীক্ষা শৃঙ্খলা কমিটি উপযুক্ত শাস্তি সুপারিশ করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর মনোভাব নিয়ে বলেছে, শিক্ষার্থীদের সৎ ও শৃঙ্খলিত থাকার মাধ্যমে নকলমুক্ত পরীক্ষার পরিবেশ তৈরি করতে হবে, অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এই পদক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন