Choose Your Language

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

আলোচনায় তিনি চলতি বছরের মধ্যে গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার (২৯ ডিসেম্বর) গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় তারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার পর, দ্রুত সময়ে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

সভার বিষয়ে জানতে চাইলে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাচ্ছে, তাদের নিয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন।’ 

 শিক্ষার্থীদের উদ্বেগের কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা দ্রুত সময়ে মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করছি, ২০২৫ সালের প্রথম দিনেই আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখসহ সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।’ 

গুচ্ছ থেকে কতগুলো বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. আনোয়ারুল আজীম বলেন, ‘৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে, বর্তমানে প্রায় ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অংশ হিসেবে থাকতে চাচ্ছে। আমরা আশা করছি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad