ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার, ২০ মার্চ প্রকাশিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি জানান, ফলাফল প্রকাশের জন্য উপাচার্যের মৌখিক অনুমোদন চাওয়া হলে তিনি সম্মতি প্রদান করেন। ফলে নির্ধারিত দিনেই ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: জবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২১ মার্চের পর
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৪১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের ভর্তি পরীক্ষায় মোট ১,০৫০টি আসনের জন্য প্রতিযোগিতা হয়, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়েছে প্রায় ৩৯ জন শিক্ষার্থী।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত দিনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন